![]() |
Shreyas Iyer | image credit: Shreyas Iyer instragram |
Shreyas Iyer : এতো ভালো দুর্দান্ত পার্ফমেন্স থাকার সত্ত্বেও আবার ও বাদ পড়লো Team India Asia Cup Squad থেকে। 2024 IPL তে KKR এর অধিনায়ক হয়ে IPL Cup এনে দিয়েছে। 2025 IPL তে PBKS এর অধিনায়ক হিসেবে ১৭ ম্যাচে ৬০৪ রান করে ফাইন্যাল ম্যাচ পর্যন্ত টিকে ছিলেন। এছাড়া রঞ্জি ট্রফি ২০২৪-২৫ এ মোট ২২৮ বলে ২৩৩ রান করেছেন। 2025 icc Champions Trophy তে পাঁচটি ম্যাচে ২৪৩ রান করেছেন, যার মধ্যে দুটি অর্ধশতক ও ছিল।
এই পারফরম্যান্সের জন্য তাঁকে মার্চ ২০২৫ মাসের icc men's Player of the Month পুরস্কারও দেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে শ্রেয়াস আয়ারের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। Iyer ৭৯ রান করে দলের জয়ের পথে এগিয়ে দেয়। তবে, এই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে ২০২৫ সালের এশিয়া কাপের মূল স্কোয়াড এবং রিজার্ভ তালিকায় স্থান দেওয়া হয়নি।
Asia Cup 2025 : আসন্ন এশিয়া কাপ ২০২৫ শুরু হতে চলেছে ৯ ই সেপ্টেম্বর থেকে। যেখানে ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (Team A) ও আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা (Team B) মধ্যে খেলা হবে। খেলাটি হবে T20 ফরম্যাটে। ২০২৫ সালের এই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত (UAE)-এ। এবং খেলাটি চলবে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
19 August 2025 : তারিখে BCCI এর অফিসিয়াল ওয়েবসাইটে India Asia Cup Squad 2025 এর ক্রিকেটারদের ১৫ জনের নাম ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব (C), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, রিঙ্কু সিং, তিলক ভার্মা, অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী।
তবে, এই স্কোয়াডে শ্রেয়াস আইয়ার কে না নেয়ার জন্য ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ তার বর্তমানে দুর্দান্ত পার্ফমেন্স থাকার সত্ত্বেও কিছুদিন আগে হওয়া India vs England Test Match এ তাকে সুযোগ দেয়া হয়নি। এতে ক্রিকেট প্রেমীরা তবু মেনে নিয়েছিল কিন্তু এবারও সেই একই ঘটনা ঘটালো Indian Cricket Selection Team. ফলে Cricket Lover দের সাথে সাথে বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা ও এ বিষয়ে সমালোচনা করেছেন। এতো কিছু হওয়ার পরেও শ্রেয়াস আইয়ার শুধুমাত্র একটি কথা বলেছেন "এটা আমার ভাগ্য!"।
Shreyas Iyer প্রায় দেড় বছর ভারতের হয়ে কেনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি। আর এবারের এই ঘটনায় তার বাবা সন্তোষ আইয়ার ক্ষোভ প্রকাশ করে বিসিসিআইকে প্রশ্ন করেন "আর কী করতে হবে দলে জায়গা পাওয়ার জন্য?"। এছাড়া ক্রিকেটার দীনেশ কার্তিক সমালোচনা করে বলেন "শ্রেয়াস কোথায়? কীভাবে বাদ পড়ল?"। আকাশ চোপড়া বলেন "২০ জনের মধ্যেও কি সে যোগ্য নয়?"। এ বিষয়ে ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকরকে প্রশ্ন করা হলে তিনি বলেন "এতে Shreyas Iyer এর কেনো দোষ নেই। আমাদেরও কোনও কিছু করার নেই, কারণ টিমের জন্য ১৫ জনের সদস্য নিতে হয়েছে। এই সময় অপেক্ষা ছাড়া আর আর কিছুই করার নেই।'
এর মধ্যে আরও একটি খবর উঠে আসছে। আগামী One Day Cricket এ নাকি শ্রেয়াস আইয়ার কে অধিনায়ক হিসাবে নির্বাচন করা হবে। অনেক ক্রিকেট লাভার আশা করছেন হয়তো পরবর্তী ৫০ ওভারের ম্যাচে রোহিত শর্মার পরিবর্তে শ্রেয়াস আইয়ার কে অধিনায়ক সিলেক্ট করবে। কিন্তু এক সংবাদ মাধ্যমে প্রশ্নে দেবজিৎ শইকিয়া বলেন এটি সম্পূর্ণ গুজব খবর এবং তিনি জানান এবিষয়ে BCCI Management এখনো পর্যন্ত কোনো আলোচনা করেনি।
আবার, অনেকে মনে করছেন আইয়ার কে সিলেক্ট না করার আরও একটি কারণ হতে পারে। কারণটি হলো শ্রেয়সের পিঠের চোটের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কেননা রঞ্জি ট্রফির ফাইনালে তার চোটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল। এর আগেও সে চোটের কারণে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট (যেমন ২০২৩-এর IPL এবং World Test Championship ফাইনাল) থেকে ছিটকে গিয়েছিলেন । হতে পারে তার ইনজুরির কারণে নির্বাচকরা তার ফিটনেস ও দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ থাকার কারণে তাকে Asia Cup Squad থেকে বাদ দেয়া হয়েছে।
Shreyas Iyer এর 2024-25 এর দুর্দান্ত ইনিংস
টুর্নামেন্ট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | গড় রান | স্ট্রাইক রেট | ফলাফল / ট্রফি |
---|---|---|---|---|---|---|
IPL 2024 (KKR) | 15 | 351 | 58 (vs SRH) | 39.00 | 146.86 | 🏆 KKR চ্যাম্পিয়ন |
IPL 2025 (PBKS) | 17 | 604 | 97 (vs GT) | 50.33 | 175.07 | ❌ PBKS ফাইনালে হার |
Ranji Trophy 2024–25 (Mumbai) | 5 | 480 | 233 vs Odisha | 68.57 | 90.22 | 🏆 Mumbai চ্যাম্পিয়ন |
ICC Champions Trophy 2025 (India) | 5 | 243 | 79 vs NZ | 48.60 | 79.0 | 🏆 India চ্যাম্পিয়ন |