গুরুগ্রাম: ভোরের নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দে কেঁপে উঠল শহরের সেক্টর ৫৭ এলাকা। জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা এলভিশ যাদবের বাড়ির সামনে ভোর ৫:৩০ থেকে ৬টার মধ্যে টানা গুলিবর্ষণের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে আশপাশে। তিনজন অজ্ঞাত দুষ্কৃতী একটি মোটরবাইকে করে আসে এবং তাদের মধ্যে দুজন একটানা ২০–২৫ রাউন্ড গুলি চালায়। মুহূর্তের মধ্যেই তারা পালিয়ে যায়।
এই ঘটনার CCTV ফুটেজ এখন প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা বাড়ির বাইরে দাঁড়িয়েই এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য আরও বেড়েছে।
এলভিশ যাদবের বাবা রাম অবতার যাদব জানিয়েছেন, গুলি চালানোর সময় এলভিশ বাড়িতে ছিলেন না। তিনি কাজের জন্য বাইরে গিয়েছিলেন। তবে বাড়িতে তার পরিবার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। তদন্তে উঠে এসেছে, বিদেশে আত্মগোপনে থাকা কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ এই হামলার দায় স্বীকার করেছে। যদিও কেন তাকে টার্গেট করা হলো তা এখনো স্পষ্ট নয়।
গুরুগ্রাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই বিশেষ টিম গঠন করেছি। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এলভিশ যাদব বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। “Bigg Boss OTT 2”-এর বিজয়ী হওয়ার পর তিনি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেন। সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি ফলোয়ার রয়েছে। তাই এই হামলার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে প্রবল আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।
- image: Elvish Yadav (Instagram)
- CCTV Screenshot: Twitter/@Rahul143043