যখন থেকে Indian Government Gaming Bill 2025 আইনটি এনেছে তখন থেকে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। তো এই বিলে বলা হয়েছিল যে টাকা দিয়ে খেলা যত রকম game আছে সে game বন্ধ করে দেওয়া হবে। তো এর প্রভাব পড়েছে Indian Jersey-র উপরেও। 2023 থেকে আমাদের Indian Jersey-র উপরে ছিল Dream11-এর sponsorship কিন্তু এখন থেকে সেটি আর থাকবে না। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI সোমবার নিশ্চিত করেছে যে Dream11 আমাদের থেকে চুক্তি নিষ্ক্রিয় করেছে। এবং BCCI জানিয়েছে যে তারা এখন নতুন sponsorship খুঁজছে। এখন এরই মধ্যে আবার ইন্টারনেটে বহু মাথায় ছড়িয়েছে যে Toyota কোম্পানি নাকি Indian Jersey-তে দেখা যাবে। কিন্তু এটা সঠিক কিনা তা এখনো পর্যন্ত কোনো রকম খবর পাওয়া যায়নি।
আসন্ন T20 Asia Cup 9-24 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কিছুদিন আগে তার খেলোয়াড়দের নাম ঘোষণা হয়েছে, যার মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব (C), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, রিঙ্কু সিং, তিলক ভার্মা, অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং বরুন চক্রবর্তী।
ম্যাচটির শুরুর তারিখ খুব কাছাকাছি চলে এসেছে, যার জন্য এখনই Jersey লঞ্চ করতে হবে। কিন্তু এই মুহূর্তে Dream11 sponsorship থেকে সরে গেছে।
2023 সাল থেকে Dream11 ছিল BCCI-এর প্রধান sponsor। কোম্পানি ₹358 কোটি টাকা দিয়ে 3 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু যখন থেকে Government-এর এই Gaming Bill টি এসেছে তখন থেকেই আলোচনায় ছিল Dream11 কি থাকবে নাকি বন্ধ হয়ে যাবে।
এই খবরের কিছুদিনের মধ্যেই BCCI-এর সচিব দেবজিত সইকীয়া সোমবার এক মিডিয়ায় বলেছেন যে fantasy sports কোম্পানি Dream11-এর সাথে BCCI-এর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই সময় BCCI নতুন sponsor খোঁজ করছে।
কোন কোন জায়গায় এমনও শোনা যাচ্ছে যে My11Circle নাকি হতে পারে next sponsor। কিন্তু এর মধ্যে আজ Twitter-এর একটি পোস্ট ভীষণভাবে viral হয়েছে যেখানে দেখানো হয়েছে Indian Team-এর অর্থাৎ BCCI-এর next sponsor Toyota, যেটি কয়েক বছর ধরে England-এর প্রধান sponsor হিসাবে ছিল।
BCCI কিংবা Toyota এখনো পর্যন্ত কোনো রকম official notice জারি করেনি। অর্থাৎ এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা Toyota কোম্পানির পক্ষ থেকে কোনো চুক্তি বা sponsorship নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি এবং তথ্য ঘুরছে, সেগুলো এখনো পর্যন্ত কেবলমাত্র গুজব বা অনুমান মাত্র।
সাধারণত BCCI বড় কোনো স্পনসরশিপ চুক্তি করার আগে প্রেস রিলিজ বা অফিসিয়াল নোটিশ প্রকাশ করে থাকে এবং সেটি মিডিয়ায় জানানো হয়। একইভাবে Toyota-ও আন্তর্জাতিক স্তরে কোনো বড় টিমের সাথে sponsorship করলে তা corporate announcement আকারে প্রকাশ করে। কিন্তু এখনো পর্যন্ত এই দুই পক্ষের কেউই Asia Cup-এর আগে নতুন জার্সি sponsor নিয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি।
তাই ক্রিকেটপ্রেমী এবং সমর্থকদের মধ্যে জল্পনা থাকলেও, আসল sponsor কে হবে তা জানতে হলে BCCI বা Toyota-র পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।